আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

Logo
পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে

Oplus_131072

পবিপ্রবি প্রতিনিধি: 

দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯.০০ টায় দিবসটি পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ফয়সাল কবির ,জাতীয় দিবস উৎযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর সেলিম রেজা।

এ ছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি,শিক্ষক সমিতি,বরিশাল ক্যাম্পাসের আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, কর্মচারী পরিষদ,এ্যানিমেল হাসবেন্ড্রি স্টুডেন্টস এসোসিয়েশন,ভেটেরিনারী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বাধঁন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ৯:৩০ মিনিটে বিজয় দিবসের র‍্যালি বের হয়ে । র‍্যালিটি বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অনুষদের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, বিজয় দিবস নিয়ে কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা হয়। 

এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল কর্তৃক কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য খেলাধুলার অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ,লং জাম্প, ভলিবল ও মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়। এছাড়াও শেখ ফজিলাুতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীদের জন্য লুডু , দাবা ও বালিশ খেলার আয়োজন করা হয়।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন”বিজয়ের উচ্ছ্বাস ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিজয় দিবস -২৪ উপলক্ষে হল থেকে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। ছাত্রদের মধ্যে পড়াশোনা ও মননশীলতা বৃদ্ধির লক্ষ্যে মূলত আমাদের এই আয়োজন এবং এরই ধারাবাহিকতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।তিনি সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।”

শেখ ফজিলাুতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোসা: কুলসুম বেগম বলেন”হল কর্তৃক আয়োজিত প্রতিটি খেলায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এইবারের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।৭১ এর মুক্তিযুদ্ধের পর ২৪ এর গণঅভ্যুত্থান এর ফলে নতুন এই বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় সবার মধ্যে দেখা গিয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রচেষ্টাই পারে একটি বৈষম্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে ।”

এএনএসভিএম অনুষদের এক শিক্ষার্থী বলেন”বিজয় দিবসে আজকের অনুষ্ঠান খুবই আনন্দদায়ক ছিলো। পড়াশোনার পাশাপাশি এইরকম আয়োজন আমাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে এবং পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী করে তোলে। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য।”

পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতামূলক সেগমেন্ট অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com