আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
পটুয়াখালীতে যুব অধিদার পরিষদের কমিটি গঠন

পটুয়াখালীতে যুব অধিদার পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:-

পটুয়াখালীতে যুব অধিকার পরিষদের সাইফুল ইসলাম রুম্মান, সভাপতি এবং আব্দুর রহমান, সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ৫৮ সদস্যের জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মোঃ রিয়াজুর রহমানকে আহ্বায়ক এবং মোঃ আল-আমিন হোসেন সুমনকে সদস্য সচিব করে এই ৫৮ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়।

যুগ্ম-আহ্বায়ক মাসুম হাওলাদার এবং সিনিঃ যুগ্ন-আহবায়ক মোঃ আব্বাস খান, মোঃ সাজ্জাদ হোসেন সাজু, মোঃ নুরুন্নবী, মোঃ মিজান আকন, মোঃ জুয়েল তালুকদার , মোঃ মনির হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ আতিক, মোঃ মেহেদী হাসান, মোঃ আব্দুর রহমান, সোহাগ গাজী, ইলিয়াস গাজী, তুহিন আকন, মোসাঃ আফরোজা আইরিন, নাঈম ফকির ৷ 

যুগ্ম-সদস্য সচিব আশিকুর রহমান আশিক এবং সিনিঃ যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, জহিরুল ইসলাম, রিয়াজ খান, মানিক গাজী, জলিলুর রহমান সোহেল, কামরুজ্জামান রিপন, হেলাল আহমেদ রিপন, নাসির উদ্দিন, আরাফাত তালুকদার ও সাকুর মাহমুদ সহ ১৯ জনকে সিনিঃযুগ্ন সদস্য সচিব করা হয়৷

কার্যকরী সদস্য করা হয়েছে মোঃ কওসার,জুবায়ের, রুবেল, বাইজিদ সিকদার ও আসাদুল ইসলাম সহ ২৩জনকে কার্যকরী সদস্য করা হয় ৷

তারা বলেন, তরুণ-যুবরাই সমাজের অগ্রভাগে থাকে। দেশে আজ গণতন্ত্র ও বাক-স্বাধীনতা বন্দি হয়ে আছে। দেশকে এই  সংস্কার, সংকট থেকে বের করে আনা এবং সঠিক পথে পরিচালিত করার যে লড়াই সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে দেশের তরুণ-যুবসমাজ। এ জন্য প্রয়োজন একটা সংগঠিত তরুণ-যুবসমাজ। আর তাদের ঐক্যবদ্ধ করার জন্য দরকার সময় উপযোগী একটা রাজনৈতিক যুব সংগঠন। সেই প্রয়োজনের উপলব্ধি থেকেই আমরা কয়েকজন বাংলাদেশ যুব অধিকার পরিষদ গঠনের উদ্যোগ নিই। যাতে আগামী প্রজন্ম সুন্দরভাবে এ পৃথিবীতে বেঁচে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com