আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
পিরোজপুরের নাজিরপুরে আয়রন ব্রিজের মালামাল চুরির অভিযোগে ১নং মাটিভাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোনে বুলুকে(৬০) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টেবার) সকাল ১১টায় নাজিরপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি ১নং মাটিভাংগা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, ওই ইউপি চেয়ারম্যান ইউনিয়নের পরিত্যক্ত আয়রন ব্রিজের মালামাল চুরির করে বিক্রি করে দেয়। সরকারি মালামাল আত্মসতের অভিযোগে অভিযোগে ২০২২ সালে একটি মামলা দায়ের করেন উপজেলা পরিষদ।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আজ (২৪ অক্টোবর) গ্রেফতারের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার জানান, মামলার বিষয়টি উপজেলা পরিষদের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অরূপ রতন সিংহ বলেন, বিষয়টি ২০২০ সালের আমি নাজিরপুরে যোগদানের পূর্বের ঘটনা, আমি শুনেছি সরকারি মালামাল চুরির বিষয়ে এলজিইডির উপসহকারি প্রকৌশলী আব্দুল গাফফার বাদী হয়ে তাহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।