আজ শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
খন্দকার নিরব, ভোলাঃ
ভোলার তজুমদ্দিনে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রাঙ্গণের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।
সকাল ৯টার দিকে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয়। বাংলাদেশ পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীরচর্চায় অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, শহীদ মুক্তিযোদ্ধাগণের আত্মার মাগফিরাত ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন সহ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহীম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, তজুমদ্দিন প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক সাইদুল হক মুরাদ, উপজেলা ইসলামী আন্দোলনের আমীর মুফতী জাফর আহাম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক, গোলাম সারোয়ার আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, এছাড়াও মাস্টার মোঃ শাহাবুদ্দিন, প্রভাষক নুরুল আহাদ তসলিম ও মোঃ নোমান।
এ সময়ে উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।