আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
খন্দকার নিরব, ভোলাঃ
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার বিকালে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জমজমাট এ ফুটবল উৎসবে চাঁদপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শম্ভুপুর ফুটবল একাদশ।
ফুটবল উৎসব এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
এসময়, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ঈমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য আনোয়ার হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি’র সাধারণ সম্পাদক জান্টু হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএ হালিম, সদস্য জাবেদ হোসেন দিপু, মোঃ ফরিদ, ইব্রাহীম গাজী, তজুমদ্দিন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন প্রমুখ।