আজ বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

Logo
News Headline :
দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু করছে সরকার ভূরুঙ্গামারীতে ভূঁয়া কাজির দৌরাত্ম্য,বাড়ছে বাল্য বিবাহ  মৌলভীবাজারের পুলিশ সুপারের জরুরী প্রেস বিজ্ঞপ্তি  মৌলভীবাজারের বয়কটের নামে কেউ লুটতরাজ চালালে কঠিন হস্তে দমন করা হবে ‎পল্লবীতে পুলিশের হাতে কামড় দিয়ে আসামি ছিনতাই মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত” ভাঙচুর-লুটপাটে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে : আইজিপি ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লংগদুতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। জালিম ইসরাইলকে যে কোনো মূল্যে নিরস্ত্র করা এখন সময়ের দাবী -ছারছীনার পীর ছাহেব
তজুমদ্দিনে গভীর রাতে প্রবাসীর বসত ঘরে চুরি ও আগুন !

তজুমদ্দিনে গভীর রাতে প্রবাসীর বসত ঘরে চুরি ও আগুন !

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলার তজুমদ্দিনে গভীর রাতে ওমান প্রবাসীর বসতঘরে চুরি করার পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে গেছে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল। 

সোমবার (২৪ মার্চ) রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ৯নং ওয়ার্ডের চাপড়াশি বাড়ির ব্রীজ সংলগ্ন নোয়াবের বাড়িতে ওমান প্রবাসী ফয়সালের বসতঘরে এ ঘটনা ঘটে। এসময় প্রবাসীর স্ত্রী-সন্তানরা কেউই বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

প্রবাসীর স্ত্রী জাহিদা বেগম জানান, আমি ৩ সন্তান নিয়ে বাবার বাড়িতে রমজানের দাওয়াত খেতে গিয়েছি। গভীর রাতে পার্শ্ববর্তী আত্মীয় স্বজন ফোন করে জানায় সিদ কেটে ঘরে ডুকে চুরি করার পর আগুন দিয়েছে অজ্ঞাত লোকেরা। ভোরে বাড়িতে এসে দেখি আমি নিঃস্ব হয়ে গেছি। আমাদের ঘরে রাখা ১২ মন চাউল, ৫টি খাট, ৩টি আলমারি, ১টি ফ্রিজ ও ১টি গর্ভবতী ছাগল সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল শেষ শেষ হয়ে গেছে।

তজুমদ্দিন ফায়ার সার্ভিসের টিম লিডার মোখলেছুর রহমান জানান, ফায়ার সার্ভিস টিম রাত ২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ঘরসহ মালামাল পুড়ে অঙ্গার হয়ে গেছে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। দোষীদের সনাক্ত করার চেস্টা চলছে। তবে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com