আজ শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে ‘জয় বাংলা’ ‘ স্লোগান দেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে হট্টগোল এবং নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন তোপের মুখে পড়েন।
বুধবার (২৬ ডিসেম্বর) সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন ‘জয় বাংলা’ স্লোগান দেন। এসময় স্লোগানের প্রতিবাদ করেন স্থানীয় সাংবাদিক মো. গোলাম মোস্তফা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তার বক্তব্যের শেষে ‘জয়বাংলা’ স্লোগান দেন।
বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাজী সাখাওয়াত হোসেন ও অন্য একজন বীর মুক্তিযোদ্ধা নিজেদের মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে কথা বলেন। এসময় স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন।
এ নিয়ে কথা হলে কাজী সাখাওয়াত বলেন, ‘সব পরিবেশে “জয় বাংলা” ‘ বলা ঠিক না। আমি ওই দিন জয় বাংলা বলার কারণে আজ সাংবাদিক গোলাম মোস্তফা আমার ওপর একটু উত্তেজিত হয়েছিল।’
সাংবাদিক মো. গোলাম মোস্তফা বলেন, “জয় বাংলা” স্লোগানটি হাইকোর্ট নিষিদ্ধ করেছে। এছাড়াও এই স্লোগান দিয়েই গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা এদেশের বিরোধীদল সহ সাধারণ মানুষের উপর দমন – পীড়ন, নির্যাতন – নিপিড়ন, গুম ও হত্যাকাণ্ড চালিয়েছে। যার প্রেক্ষিতে আমি শুধু তার এই স্লোগানের প্রতিবাদ করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২৬ মার্চ অনুষ্ঠানের দিন কোনো ‘‘জয় বাংলা’’ স্লোগান বলা হয়নি। মূলত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন ‘‘জয় বাংলা’’ বলেছিলেন। তখন অনেকে তাঁর বিরোধিতা করেন। তখনোই তিনি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। আসলে বিষয়টি নিয়ে আমিও বিব্রত হয়েছি।’