আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

Logo
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান বিএনপিতে নেই:-আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান বিএনপিতে নেই:-আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত

পিরোজপুর প্রতিনিধি:

নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত বলেছেন, বিএনপিকে সুসংগঠিত করতে হলে দলের ভিতরে ঐক্য রাখতে হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের নিজেদের মধ্যে কিছু লোক ঐক্য চায় না। কারণ তারা জানে ঐক্যবদ্ধ হয়ে চললে তাদের নিজস্ব স্বার্থ হাসিল হয় না। আমাদের নেতা তারেক রহমান দুটো জিনিসের দিকে নজর দিতে বলেছেন, একটা হচ্ছে চাঁদাবাজি ও সন্ত্রাসী, অন্যটা হচ্ছে দলীয় ঐক্য। যদি একটাও অভিযোগ পাওয়া যায় সাথে সাথে অ্যাকশন হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী করলে তাকে বহিষ্কার করা হবে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নেছারাবাদে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে সকল শহীদ নেতা-কর্মীর আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং বলদিয়া ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ডিসেম্বর মাসেই নির্বাচন দিতে হবে। গণতান্ত্রিক ধারায় নির্বাচিত সরকার না হলে দেশের পরিস্থিতি দিনে দিনে আরো খারাপ হবে। তাই জনগণের সরাসরি ভোটের মাধ্যমে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সঠিক নেতা নির্বাচিত হবে। তাহলে বাংলাদেশ আবার উন্নয়নের মূল স্রোত ধারার সাথে মিশে যাবে।

তিনি আরও বলেন, এখনো স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা আমাদের সঙ্গে মিশে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের বিষয়ে সবাই সতর্ক থাকবেন। সামনে নির্বাচন, আপনারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ ইফতার ও দোয়া মাহফিলটি জনসমুদ্রে পরিণত হয়। ইফতার ও দোয়া মাহফিলে নেছারাবাদ উপজেলার মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষার্থীসহ বলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ একসঙ্গে ইফতার করে।

এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. শরিফ নাজমুল আহসান দুলাল ও অনুষ্ঠানটি সঞ্চালন করেন বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম।

 আরও উপস্থিত ছিলেন – নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এমাম আকন, মো. শাহিন তালুকদার, মো. ইশতিয়াক আহমেদ সোহাগ মিয়া, মো. মাসফিক সোহেল, মোঃ রাজীব রায়হান। এছাড়া উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম বিপ্লব, মো. মনিরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম নিপু ও মো. হুমায়ুন কবির প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com