আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

Logo
কাউখালিতে দাখিল পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড 

কাউখালিতে দাখিল পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড 

পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে পিরোজপুরের কাউখালী লাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. জামাল উদ্দিনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদরাসা কেন্দ্রের সচিব মাওলানা হোসাইন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে,পরীক্ষা কেন্দ্রে প্রভাষক জামাল উদ্দিন নিজের পকেট থেকে আকাঈদ ও ফিকাহ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরপত্র স্থানীয় মাদ্রাসার অফিস সহকারীর কাছে সরবরাহ করে। এ সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ দেখতে পান। এ সময় তিনি তাদের কাছ থেকে উত্তর পত্র উদ্ধার করেন এবং বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এর কাছে অভিযুক্ত ওই শিক্ষক দোষ স্বীকার করলে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা বলেন, পরীক্ষার হলে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্রের উত্তরপত্র সরবরাহের দায়ে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com