আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:-
কলাপাড়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরি করেছে চোরচক্র। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর ঘরামীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মিজানুর ঘরামীর নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোট ৫ লক্ষ টাকা খোয়াগেছে বলে মিজানুরের স্ত্রী দাবি করেছে। ওই রাতে খাবার খেয়ে অজ্ঞান হওয়া মিজানুর ঘরামীসহ ৫ জনকে বুধবার সকালে অসুস্থ অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছ।
স্থানীয়রা ভুক্তভোগী পরিবারের ৫ সদস্যকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে মোঃ মিজানুর ঘরামী ও হামিদ এখনো অচেতন অবস্থায় হাসপাতালের শয্যায় রয়েছেন। তবে তার শাশুড়ী খাদিজা (৬০) স্ত্রীর বোনের মেয়ে কলেজ শিক্ষার্থী মারুফা (২৩) ও মিজানুরের ছেলে জিহাদের (১১) চেতনা ফিরে এসেছে।
ঘটনার বিষয়ে মিজানুরের বাড়িতে বেড়াতে আসা স্বজন মারুফা বলেন, তার খালু ও খালাতো ভাই খাবার খাওয়ার কিছুসময় পরই ঘুমিয়ে পরেন। এরপর রাত ১১ টার দিকে তিনি ও তার নানি খাবার খান।
এর কিছু সময় পর তারাও ঘুমিয়ে পরেন। সকালে প্রতিবেশীরা এসে দেখেন ঘরের দরজা খোলা কোন লোকের সাড়া নেই। ঘরে ঢুকে দেখেন সবাই ঘুমিয়ে আছে। পাশের বেড়াকাটা, সোকেচ এলোমেলো।
মিজানুরের স্ত্রী ছাবিনা বলেন, তিনি ওই রাতে বাড়িতে ছিলেন না। সকালে এঘটনার খবর শুনে এসেছেন। তিনি আরও বলেন, তাদের খাবারের ঘর আলাদা।
তাই অনুমান করছেন খাবারে চেতনানাশক মিশিয়ে চোর তাদের ঘরের টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল বলেন, ঘটনাটি শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।