আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
“ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক” এই স্লোগানে পিরোজপুরের ইন্দুরকানীতে প্রতিবাদ মিছিল হয়েছে। রহমতপুর কল্যান ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে উপজেলার পত্তাশী ইউনিয়নের হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করে গাবগাছিয়া গাজীর হাটে এসে পথসভায় মিলিত হয়। এতে অংশগ্রহণ করেন শিশু, যুবক ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মিছিলে হাওলাদার বাড়ি জামে মসজিদ, প্রাচীনতম তিনগম্বুজ মসজিদ, সিকদার বাড়ি জামে মসজিদ ও গাজী বাড়ি জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদের মুসল্লীগণ অংশ গ্রহণ করেন।
মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন মাওলানা মো. আলতাফ হোসাইন, হাফেজ আব্দুল মতিন, মাওলানা আব্দুর রশিদ, রহমতপুর কল্যান ফাউন্ডেশনের সদস্য আজিজুল ইসলামসহ আরও অনেকে।
এসময় মুসলমানদের ঐক্য বদ্ধ হয়ে ইসরায়েল ও ভারতের পন্য বয়কটের পাশাপাশি গাজা এবং ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।