আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

Logo
আদালতের মূল ফটকে হাতপাখা কর্মী-সমর্থকদের অবস্থান, উত্তপ্ত বরিশাল নগরী

আদালতের মূল ফটকে হাতপাখা কর্মী-সমর্থকদের অবস্থান, উত্তপ্ত বরিশাল নগরী

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ও ঢাকার পর এবার বরিশালেও সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে উত্তেজনা চরমে। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন। এ মামলার শুনানির দিন ছিল বৃহস্পতিবার (২৪ এপ্রিল), তবে আদালত শুনানি না নিয়ে আগামী ৫ মে পরবর্তী দিন নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার শুনানির দিন ঘোষণা থাকায় সকাল থেকেই বরিশাল নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় চরমোনাই পীরের অনুসারী এবং ইসলামী আন্দোলনের শতাধিক কর্মী-সমর্থক অবস্থান নেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আদালতের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান ও বিক্ষোভ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন, ‘আজ আদালত কোনো আদেশ না দিয়ে শুনানির নতুন দিন ৫ মে ধার্য করেছেন। আমরা বিশ্বাস করি, আদালত সত্যের পক্ষে রায় দেবেন।’

উল্লেখ্য, ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম। মামলায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।

এদিকে, জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও নির্বাচনের ফলাফল বাতিল করে নিজেকে মেয়র ঘোষণার দাবি জানিয়ে বুধবার (২৩ এপ্রিল) পৃথক একটি মামলা দায়ের করেছেন।

তাপস বলেন, ‘২০১৮ ও ২০২৩ সালের দুই নির্বাচনেই আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকায় আমি আদালতের আশ্রয় নিয়েছি।’

তার মামলায়ও নৌকা, হাতপাখা ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিবাদী করা হয়েছে। মামলাটি আদেশের জন্য পরবর্তী তারিখে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com