আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

Logo
News Headline :
পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত বদলগাছীতে আওয়ামীলীগ নেতা সহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার হাসপাতালের শৌচাগারে নবজাতক ফেলে পালালেন প্রসূতি  বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে দিনে দুপুরে দরজা ভেঙে ঠিকাদারের বাসায় চুরি পবিপ্রবিতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা; শিক্ষার্থীদের ক্ষোভ খুবিতে আবেদন লক্ষাধিক, আসন প্রতি লড়বে ৯৭ জন। সমঅধিকার আদায়ে বদলগাছীতে মানববন্ধন। লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির  সাধারণ সভা অনুষ্ঠিত”
হাসপাতালের শৌচাগারে নবজাতক ফেলে পালালেন প্রসূতি 

হাসপাতালের শৌচাগারে নবজাতক ফেলে পালালেন প্রসূতি 

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে সন্তান প্রসবের পর নবজাতককে রেখে পালিয়েছেন এক প্রসূতি । মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের শৌচাগারে এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রচণ্ড প্রসব যন্ত্রণা নিয়ে আসেন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী গ্রামের আজিজার রহমানের স্ত্রী রূপসী বেগম। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে আলট্রাসনোগ্রাফি করতে পরামর্শ দেন। জরুরি বিভাগ থেকে বের হয়ে শৌচাগারে যান ওই প্রসূতি। সেখানে সন্তান প্রসব করে কাউকে কিছু না জানিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ওই প্রসূতি ও তার সাথে থাকা এক যুবক। পরে সন্ধ্যা নামের এক পরিচ্ছন্ন কর্মী নবজাতককে শৌচাগারের মধ্যে দেখতে পায়। এসময় পরিচ্ছন্ন কর্মী ও স্বাস্থ্য কর্মীরা নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাতেমা ইশরাত জাহান বলেন, প্রচণ্ড প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে ওই প্রসূতি। এসময় জানতে পারি গর্ভপাত ঘটাতে ১০/১২ ঘন্টা আগে ওষুধ খায় সে, এতে প্রসব ব্যথা উঠলে স্বামী পরিচয়দানকারী এক যুবকের সাথে হাসপাতালে আসে রূপসী বেগম। প্রাথমিক ভাবে গর্ভের সন্তানটি বেশ বড় মনে হওয়ায় তাকে আলট্রাসনো করতে বলি। তারা আলট্রাসনো করতে যায়। পরে জানতে পারি জরুরি বিভাগ থেকে বের হয়ে শৌচাগারে গিয়ে সেখানে সন্তান প্রসবের পর নবজাতককে রেখে পালিয়ে যায় তারা। আমরা একাধিক বার তাদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেছি। হাসপাতালের পরিচয় পেয়ে ফোন রেখে দেন তারা। বর্তমানে ফোনটি বন্ধ রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের তত্তাবধানে পাঠানো হয়েছে।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে ও পুলিশকে প্রাথমিক তথ্য এবং সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com