আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

Logo
News Headline :
দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল
সুন্দরবনে আগুন, পানির অপ্রতুলতায় বাড়ছে ঝুঁকি

সুন্দরবনে আগুন, পানির অপ্রতুলতায় বাড়ছে ঝুঁকি

নিজেস্ব প্রতিবেদক

আবারও আগুন লেগেছে বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনে। আজ শনিবার সকালে বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকার এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। বনের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাউ দাউ করে জ্বলছে আগুন। বনরক্ষী ও স্থানীয়রা নালা কেটে (ফায়ার লেন) আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। 

শরণখোলা উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এরপর মোংলা মোরেলগঞ্জ ও কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিটকেও আগুন নেভাকে সুন্দরবনের উদ্যেশে রওনা দিয়েছে। তবে, এরিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) অগ্নিকাণ্ডের কারণ এবং কি পরিমাণ বনভূমিতে আগুন জ্বলছে তা নিশ্চিত করতে পারেনি সুন্দরবন বিভাগ। 

সুন্দরবনে এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের ‘লতিফের ছিলা’ এলাকায় আগুন লেগে ৭.৯৮ একর বনভূমির গাছপালা পুড়ে যায়। ওই আগুন নেভাতে বনবিভাগ, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ছাড়াও বিমান বাহিনীর হেলিকপ্টার অংশ নেয়। ওই আগুনে বনভূমির ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার ক্ষতি হয়। বন বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস মোবাইল ফোনে জানান, সকাল ৭টার দিকে কলমতেজী টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক এলাকার বনের ওপর থেকে ধোঁয়ার কুন্ডুলী দেখতে পান বন সন্নিহিত গ্রামবাসীরা। পরে তারা বন অফিসে এসে এ খবর জানালে লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা। বনের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে রাখতে অগ্নিকান্ড এলাকায় নালা কাটা শুরু করেছে। যাতে বনের ব্যাপক এলাকায় আগুন ছড়াতে না পারে। অগ্নিকাণ্ডের স্থান বন অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কাছাকাছি কোথাও পানির কোন উৎস নেই। বনের মধ্যে কাছের খালের দূরত্বও ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে। জোয়ার হলে নৌপথে পাম্প মেশিন নিয়ে পানি দেওয়ার চেষ্টা করা হবে। 

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের টেপারবিল এলাকার বনের ওপর থেকে ধোঁয়া উড়তে দেখে লোকজন তাকে জানায়। বিষয়টি তাৎক্ষনিকভাবে ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানান, খবর পেয়ে বিকেল ৩টার দিকে তারা রওনা দিয়েছেন। এছাড়া মোরেলগঞ্জ, মোংলা ও কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে। এই তিনটি ইউনিটও আগুন নেভাতে ঘটনাস্থলের পথে রয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। তাৎক্ষণিক এর বেশি জানাতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com