আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

Logo
সীমান্তে বিজিবির হাতে ভারতীয় মহিষ আটক

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় মহিষ আটক

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪ টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী বিওপি’র একটি বিশেষ টহল দল জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি মহিষ জব্দ করে।

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি মহিষ জব্দ করা হয়। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছিল। আটককৃত মহিষ জুড়ী শুল্ক বিভাগে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com