আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আসছে, জানালেন অমি হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত যুবদল নেতা পিন্টু  আগৈলঝাড়ায় ঘরে একা পেয়ে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণ বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের নেতৃত্বে শহিদুল-ইনামুল পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ  খুলনা শহরের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হলো খুবি ভর্তি পরীক্ষা ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর পৌর কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষার কেন্দ্রে বই-মোবাইল, ৯ শিক্ষক বহিষ্কার
লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত”

লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত”

তাজ মাহমুদ, (লংগদু) রাঙ্গামটি

রাঙ্গামাটি জেলার, লংগদু উপজেলাধীন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল করিমের বিদায়, নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

০৮ এপ্রিল, ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইবনেসিনা হাসপাতাল প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আক্তারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু সেনা জোনের মেজর সাজিদ হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম, রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ হারুনুর রশিদ, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, গাথাছড়া বায়তুশশরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম,  মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, জুলাই-২৪ আন্দোলনের ছাত্রনেতা শাহাদাত ফরাজি সাকিব প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য কল্যাণ কামনা করে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে বক্তব্য প্রদান করেন। তারা এ বিদ্যালয়ন জেলার মধ্যে, বিভাগের মধ্যে যেন তার অবস্থান অক্ষুন্ন রেখে উত্তোরোত্তোর সমৃদ্ধি লাভ করতে পারে সে বিষয়ে সকলের প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে সংবর্ধিত প্রধান শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরিশেষে অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমের পরিচালনায় বিদায়ী প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com