আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি)
২৪ মার্চ, ২০২৫ সোমবার পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ, লংগদু উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলটি পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা শাখা সভাপতি মোঃ সুমন তালুকদার নীরবের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের চট্রগ্রাম বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন ও রাঙ্গামটি পার্বত্য জেলা প্রচার সম্পাদক মোঃ মহিবুল্লাহ (নুহাস)।
এছাড়াও উপস্থিত ছিলেন মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ, গাথাছড়া মসজিদের খতিব মাওলানা আমিনুর রশিদ, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মেম্বার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা শাখা সভাপতি মোঃ নবী হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোঃ কামরুল হাসান কাদের, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, লংগদু প্রেসক্লাবের সদস্য আরাফাত হোসেন বেলাল ও মোঃ এরশাদ আলী প্রমুখ।
“দল যার যার, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ সবার” এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন পার্বত্য চট্রগ্রামে বহু বৈষম্য বিরাজমান যেমনি রয়েছে, তেমনি রয়েছে নানাবিধ সমস্যা। তাই পার্বত্য চট্রগ্রামের সকল সমস্যার সমাধান কল্পে দল মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানান।
আলোচনাপর্ব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অতঃপর সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।