আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন “লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ বোয়ালমারীতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।। বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাটে স্কুল ও কলেজের অমর একুশ উদযাপন
লংগদুতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লংগদুতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তাজ মাহমুদ ,লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ 

 রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পুরো মাস ব্যাপী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়। 

১৫ ফ্রেবুয়ারি শনিবার বিকাল ৩ ঘটিকা হতে ফাইনাল ম্যাচটি লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় কাজী নজরুল স্পোর্টিং ক্লাব বনাম লংগদু ইউপি একাদশ ফাইনাল খেলায় মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে লংগদু ইউপি একাদশ জয় লাভ করে। 

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য এম এ জামান এর সঞ্চালনায়  উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওঃ মোঃ নাছির উদ্দিন, লংগদু থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, লংগদু ক্রীড়া সংস্থার সদস্য সচিব সৈয়দ ইউনুছ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, শাহ আলম মুরাদ প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে লংগদুতে এ ধরনের সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার কর্তৃপক্ষকে। চমৎকার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খুবই ভালো লাগছে ভবিষ্যৎ আরো ভালো ফুটবল উপহার দিবে এ আশা ব্যক্ত করছি।

 লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি  প্রত্যেকের সহযোগীতায় সুন্দর একটি ফুটবল উপহার দিতে পেরেছি, সকলের সহযোগিতা পেলে এ ধরনের টুর্নামেন্ট সামনে আরো আয়োজন করা হবে। 

পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার ও নগদ টাকা তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com