আজ সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপু জেলা শাখার মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজারে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। আব্দুল রাজ্জাককে সভাপতি এবং মো. হারুন খন্দকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
অন্যদিকে মো. হাসিব ইসলামকে বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক ঘোষণা করা হয় ।
কমিটির ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনা করা হয়।
সমাজসেবক মো. রফিকুল ইসলাম (পারু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সবুজ মোল্লা জিকু। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলাখালী ইউনিয়ন পরিষদের সচিব মো. শাহিন কাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল আমিন খান, কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সরদার চাঁন, বিশিষ্ট সমাজসেবক মো. কাওসার মোল্লা , পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং গাজীপুর মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সুমন সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে রক্তদান, শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ, বন্যার্তদের সহযোগিতা ও অসুস্থ মানুষের সেবাসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।