আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

Logo
ভূরুঙ্গামারী কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত 

ভূরুঙ্গামারী কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফৌজদারি অপরাধের দায়ে গ্রেফতার হয়ে কারাগারে কারাগারে থাকা কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে ওই মাদ্রাসা সুপারকে বরখাস্ত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ জনাব মোঃ সফিয়ার রহমান, অফিস সহকারী, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম কর্তৃক বিজ্ঞ জজ আদালতে দায়েরকৃত এফআইআর নং ৪/২৫ মামলায় গ্রেফতার হন সুপার মাদ্রাসা সুপার সাইদুর রহমান। ফৌজদারি অপরাধের দায়ে কারাগারে সোপর্দ হওয়ার কারণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার স্মারক নং ৫৭.০০.০০০০.০৪০.৩৩.০০৩.২২.১২১৩ তারিখ ২০ আগস্ট ২০২৪ ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে জনাব মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রামকে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এর দায়িত্ব প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com