আজ সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:১২ অপরাহ্ন

Logo
News Headline :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী আজ সাংবাদিক কন্যার ধর্ষক ও খুনি ছগিরের ফাঁসির দাবিতে মানববন্ধন স্কুল ছাত্রী অপহরণ করে বিয়ের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা  লংগদুতে মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকিং ডিভিশনের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী।  বদলগাছীতে মেসার্স এস এফ ব্রিকস্ ইটভাটা ভেঙ্গে-গুড়িয়ে দিল প্রশাসন ! ভূরুঙ্গামারী উপজেলায়  সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে  অবৈধ যানবাহন  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৬ জন গুরুতর জখম  ভোলার মনপুরায় অসহায় মানুষের পাশে ছাত্র কল্যাণ সংগঠন  ভুরুঙ্গামারী দিয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় অস্ত্রের চালান আটক বোয়ালমারীতে বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
ভূরুঙ্গামারী উপজেলায়  সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে  অবৈধ যানবাহন 

ভূরুঙ্গামারী উপজেলায়  সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে  অবৈধ যানবাহন 

oppo_0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী  উপজেলার সব সড়কে বেপরোয়া গতিতে চলছে অবৈধ ট্রাক্টর, ট্রলি আর তিন চাকার ভটভটি। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ  যান গুলো। চালকদের নেই কোনো প্রশিক্ষণ। লুকিং গ্লাস ছাড়াই চলছে এসব যানবাহন। ফলে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

এ ছাড়া এসব অবৈধ ট্রাক্টর ও ভটভটির বিকট শব্দ ও খোলামেলাভাবে বালু পরিবহনের ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশুসহ বৃদ্ধরা। ট্রাক্টরসহ এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়,  উপজেলার গ্রামীণ সড়ক থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়কে দাপটের সঙ্গে চলছে বালুবাহী ও ইটভাটার মাটি বহনকারী  ট্রাক্টর। এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটা ও খাল-পুকুর ভরাটের জন্য। এতে সড়কগুলোতে চলাচল করা ছোট যানবাহন, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়ত। খোলামেলাভাবে অবৈধ ট্রাক্টরগুলো বালু পরিবহনের ফলে ধূলিকণা ভাসছে বাতাসে। যার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এ ছাড়া রাতের বেলায় ট্রাক্টরের বিকট শব্দে ঠিকমতো লেখাপড়া ও ঘুমাতে পারছেন না শিক্ষার্থীসহ সড়কের দুই ধারে বসবাসকারীরা।

স্থানীয়দের অভিযোগ , ট্রাক্টরে করে বালু ও মাটি নিয়ে যাচ্ছেন ইটভাটার মালিক ও ব্যবসায়ীরা। এতে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। তাঁরা বলেন, এসব অবৈধ ট্রাক্টর রাস্তাঘাটসহ পরিবেশের মারাত্মক ক্ষতি করলেও তা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

উপজেলা সদরের দেওয়ানের খামার গ্রামের মফিজুর ইসলাম, আফছার উদ্দিন ও নিজামুল হক জানান, অনেকেই কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে  নিজেদের ইচ্ছেমাফিক ফসলি জমির মাটি বিক্রি  করছেন। অপরিকল্পিতভাবে পুকুর খনন ও কৃষি কৃষিজমি ভরাট করায় পানি চলাচলের পথ নষ্ট হওয়ায় পাশের জমিগুলো চাষের যোগ্যতা হারিয়ে ফেলছে। দিন রাত ট্রাক্টর ও ট্রলি দিয়ে মাটি পরিবহনের কারণে নষ্ট হওয়া সড়ক দিয়ে আমাদেরকেই বছরের পর বছর চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে। এমন অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে দ্রুতই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

সোনাহাট ডিগ্রি কলেজের জেষ্ঠ প্রভাষক মোখলেছুর রহমান জানান, ট্রাক্টরে খোলামেলা ভাবে বালু পরিবহনের ফলে বাতাসে সেই বালুর কণা উড়ে এসে আমার চোখে ঢুকে। চোখে অসহ‍্য যন্ত্রণা হলে  চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, এসব অবৈধ যানবাহন বন্ধে খুব দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com