আজ বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর তিলাই ইউনিয়ন শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার তিলাই ইউনিয়নের ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামীর তিলাই ইউনিয়ন শাখার সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও মোঃ মনিরুজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১
(ভূরুঙ্গামারী-নাগেশ্বরী-কচাকাটা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির আলহাজ্ব আনোয়ার হোসেন ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু সাঈদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি তাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।