আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির আয়োজনে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই আয়োজনে কেরাত, হামদ-নাত, ইসলামী সংগীতসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আলতাফ হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক আজিজুল রহমান সরকার, ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক ও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম, ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর ইসলাম মানিক, অভিভাবক সদস্য মোঃ মেছবাহুল আলম, সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম শাহিন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন এবং সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সাইফুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মননশীলতা ও শারীরিক উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে।