আজ শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

Logo
News Headline :
বোয়ালমারীতে বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা জমির মালিকানা দাবি করে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দির ও ঘর ভাঙচুর বাউফলে ১মাসের ব্যবধানে ৩ জনের আত্মহত্যা  পিরোজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, গ্রেফতার ১ ধর্ষণ মামলার বাদীকে হত্যা, ৪ দিনেও শনাক্ত হয়নি খুনিরা ভূরুঙ্গামারীতে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও পবিপ্রবিতে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত ভূরুঙ্গামারীতে আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে  মানববন্ধন  রাঙ্গামাটির লংগদুতে ওয়ামীর মসজিদ কম্পলেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।” তজুমদ্দিনে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা 
বাউফলে ১মাসের ব্যবধানে ৩ জনের আত্মহত্যা 

বাউফলে ১মাসের ব্যবধানে ৩ জনের আত্মহত্যা 

এইচ এম বাবলু বাউফল প্রতিনিধি :

সম্প্রতি  বাউফলে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। গত এক মাসের ব্যবধানে নারী-পুরুষ সহ তিনজনের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।সর্বশেষ গত কাল ১৪(মার্চ) শুক্রবার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের  মোঃজাহিদ সিকদার (২৩) নামের এক যুবক তার বাবা -মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জাহিদ  ওই গ্রামের জালাল সিকদারের ছেলে বলে জানা গেছে। 

পারিবারিক ও এলাকা বাসীর সূত্রে জানা যায়,  নিহত জাহিদ শুক্রবার ভোর রাতে সেহরি খেয়ে ফজর নামাজ আদায় করে। সকাল ৬টার দিকে নিহতের ঘরের  পাশে  কাঠাল গাছের ডালের  সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরিবারের দাবি সম্প্রতি জাহিদ  মানসিক ভারসাম্য ছিল। তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে। এবিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে  হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইতি দাস (২০) নামের এক শিক্ষার্থী বখাটের হেনস্তার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সরস্বতী পূজা উপলক্ষে বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়ে স্থানীয় বখাটে হৃদয় রায়হানের দ্বারা হেনস্তার শিকার হন ইতি। পরিবারের সদস্যদের মাধ্যমে পুলিশে অভিযোগ জানানো হলেও, বাড়ি ফিরে ইতি আত্মহত্যা করেন। এছাড়াও,কেশবপুর ইউনিয়নের কেশবপুর এলাকায় আসাদুল রাঢ়ী (৫০) নামের এক ব্যক্তি মসজিদের গ্রীলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি করেছে। 

এই ঘটনাগুলো সমাজে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও বখাটেদের উৎপাতের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে বলে  সচেতন মহল মনে করেন। 

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com