আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

Logo
News Headline :
ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন “লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “
বরিশালে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৪

বরিশালে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক :–

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে ব্যারেল বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। যাদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার বিকালে নগরের ত্রিশ গোডাউন এলাকায় যমুনা ডিপো থেকে তেল নিয়ে রওনা হওয়ার সময় নদীতে এ ঘটনা ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হেলালউদ্দিন খান জানান।

দগ্ধরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার রুবেল, মান্না ও সম্পদ।

ফায়ার সার্ভিসের হেলালউদ্দিন খান বলেন, কীর্তনখোলা নদীর তীরে যমুনা ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। পথে মাঝ নদীতে জাহাজটি আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিযোদ্ধা নৌযানের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন দেখে জাহাজটিতে থাকা ছয়জনের মধ্যে দুইজন নদীতে লাফিয়ে পড়েন। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাজের (বার্জ) চালক দুলাল বলেন, “যমুনা তেল ডিপো থেকে ব্যারেলে জ্বালানি তেল ভর্তি করছিলাম। এ সময় পাশের পেট্রোল ভর্তি ব্যারেল বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। তখন ডিপো রক্ষায় ট্রলারটি মাঝ নদীতে নিয়ে যাওয়া হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক চিকিৎসক এস এম মশিউল মুনীর বলেন, দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com