আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়, ২১ ফেব্রুয়ারি ২০২৫: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ক্রীড়া সম্পাদক এম.ডি. সিহাব এবং সাবেক সদস্য মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে র্যালি নিয়ে যান। এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, “২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় গৌরবের দিন। এই দিনে আমরা বাংলা ভাষার জন্য শহীদদের আত্মত্যাগকে স্মরণ করি এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার শপথ নেই।”
র্যালি ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।
এ সময় বক্তারা গণতন্ত্র, বাকস্বাধীনতা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।