আজ শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরঞ্জাম চুরির অভিযোগে জাহিদুল মোল্লা (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন। জাহিদুলকে চুরির মামলায় আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আগেও বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ মার্চ) চুরি সংঘটিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ জাহিদুল মোল্লাকে আটক করে পুলিশে খবর দেয়। অভিযুক্ত জাহিদুল মোল্লা উপজেলার ইন্দুরকানী গ্রামের ওই হাসপাতাল সংলগ্ন মৃত মনসুর মোল্লার পুত্র।
ইন্দুরকানী থানার ওসি মো: মারুফ হোসেন জানান, হাসপাতালে চুরি হওয়ার ঘটনায় জাহিদুলকে আটক করা হয়েছে। তার নামে এর আগেও মারামারি ও মাদকের মামলা রয়েছে। আজ চুরির মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।