আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

Logo
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বলেশ্বর নদীর পাড়ের স্কুল পড়ুয়া সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও হাতেখড়ি ফাউন্ডেশন ও বিশিষ্ট  সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।

শুক্রবার (২১ মার্চ ) সকাল ১১ টায় উপজেলার কাটাখাল ও জানখালী এলাকার জেলে পল্লীর ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, নুডলস , ট্যাং, বাদাম, কিসমিস, মুড়ি ও  চিড়া বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান, সুমন মিস্ত্রি সজিব, আবিদ হাসান, শেখর হালদার, ইমদাদ হোসেন রাব্বি, হামিদা আক্তার প্রমুখ

উপহার বক্স পাওয়া উত্তর খেজুরবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর তাসকিয়া আক্তার বলে, এক বক্স ঈদের উপহার পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে।

পঞ্চম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম বলেন, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে খুব ভালো লাগছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ দিয়েছে। আমি মা-বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগছে।

বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান  বলেন, এ বছর হাতেখড়ি ফাউন্ডেশন এর মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদের জন্য তিনি শুভ কামনা রইল। সব সময় এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাব।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এ অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দ  দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com