আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

Logo
News Headline :
ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন “লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ বোয়ালমারীতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।। বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাটে স্কুল ও কলেজের অমর একুশ উদযাপন
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শহিদুল হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরের সংকরপাশা গ্রামের ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল হাওলাদার পিরোজপুর সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।

নিহতের ভগ্নিপতি জাকির হোসেন বলেন, ঝাউতলা এলাকায় তার শ্যালক শহিদুল ইসলাম রাস্তা পার হতে গিয়েছিলেন। এ সময় পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাওয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে অপর দিক থেকে আসা অন্য একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, শংকরপাশা গ্রামের ঝাউতলা এলাকায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com