আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো: আসাদুজ্জামান গনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মো: ইসমাইল হোসেন, সনদ চাকমা অধিনায়ক পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে আনসার ও ভিডিপির প্রতিটি সদস্য দূঢ় প্রতিজ্ঞ। তারা বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখছে।
জেলা সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে পুরস্কার প্রদান করা হয়।
সমাবেশ শুরুতে বেলুর ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি।