আজ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:১১ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে বড় ভাইয়ের ওপর অভিমান করে মো. সাব্বির মোল্লা (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির উপজেলার কলারন চন্ডিপুর গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে। সাব্বির মোল্লা চন্ডিপুর কেসি টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে বড় ভাই মো. জুয়েল রানার সঙ্গে ছোট ভাই সাব্বির মোল্লার কথার কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে বড় ভাইয়ের ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন সাব্বির মোল্লা। পরিবারের লোকজন সাব্বিরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সাব্বির মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত তথ্য পাওয়া যাবে।