আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
পবিপ্রবি প্রতিনিধিঃ
অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্নি নিরাপত্তা, অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল ও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়। মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. আবদুল লতিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মো. আবদুল লতিফ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এমন কর্মশালা ও মহড়া আয়োজনে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, অগ্নিকাণ্ড যেকোনা সময় হতে পারে। তাই এ বিষয়ে সচেতনতা জরুরি বিষয়। এর পাশাপাশি অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারের কলাকৌশল জানতে পারলে অগ্নি দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, প্রতি বছর অগ্নিকাণ্ডে অনেক জানমালের ক্ষতি হয়। বড় বড় শিল্প-প্রতিষ্ঠান ধ্বংস হয়। তাই অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি। কারণ সচেতনতার মাধ্যমেই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা সম্ভব।
তিনি আরও বলেন, পরিবারের সকল সদস্যকে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রাথমিক কৌশলগুলো জেনে রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিঙ্গুইশার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনি দিন ব্যাপী ‘অগ্নি নিরাপত্তা, উচ্ছেদ ও অগ্নি নির্বাপণ মহড়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মহড়ায় অগ্নি নির্বাপণ সংশ্লিষ্ট ধারণা প্রদান করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন। এ কর্মশালা ও মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।