আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
‘দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন, মাহে রমজানের পবিত্রতা করুন’- প্রতিপাদ্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেরক্ষা আসন্ন মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা। শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে এ কর্মসূচী পালিত হয়। জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন ভূরুঙ্গামারী উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে শুক্রবার সকালে ভূরুঙ্গামারী বায়তুল ইসলাম কোট মসজিদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়কের প্রদক্ষিণ করে উপজেলার বাস টার্মিনাল মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বাংলাদেশ জামায়াত ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মোঃ আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মডেল কলেজের সহকারি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার জামায়াত ইসলামী সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান, উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের ভূরুঙ্গামারী উপজেলার সভাপতি মোঃ তাইফুর রহমান মানিক, উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা ও ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এই পথসভায় প্রধান অথিতির বক্তব্যে মোঃ আনোয়ারুল ইসলাম বলন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের উর্ধ্বগতি বন্ধ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান। সেই সাথে দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান। এছাড়া সিনেমা হলে কুরুচিপূর্ণ সিনেমা ও নগ্ন ছবি প্রদর্শন বন্ধের দাবি করেন।
দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে। মিছিল ও পথসভার সম্মানিত সভাপতি মোঃ আনোয়ার হোসেন সমাপনী বক্তব্য শেষে দোয়ার মাধ্যমে এই পথসভা ও মানবন্ধন শেষ হয়।