আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

Logo
News Headline :
২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন “লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ বোয়ালমারীতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত
নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত

মোঃ আরাফাত আলী (নওগাঁ প্রতিনিধি): 

নাহিদ হাসানকে সভাপতি এবং রিজভী আহম্মেদ রিজোয়ানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নওগাঁ ব্লাড সার্কেলের ১২ সদস্যবিশিস্ট ১ বছর মেয়াদী ৬ষ্ঠ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের কেডি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাত দিনব্যাপী অমর একুশে বইমেলায় ফ্রি ব্ল্যাড গ্রুপিং ক্যাম্পেইন শেষে শহীদ মিনার চত্বরে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা কাজী মহিউদ্দিন আলমগীর। 

নির্বাচিত এ কমিটিতে সহ-সভাপতি পদে তারিকুল ইসলাম, সাদ হুসাইন ও তারেক হাসান আলিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মীর রাগীব মাসুম, সাংগঠনিক সম্পাদক পদে আবরার রাকিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আলামিন, অর্থ সম্পাদক পদে রাহাদ হাসান আকাশ, প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, দপ্তর সম্পাদক পদে নাজমুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে নূর মোহাম্মদ রাফি’র নাম রয়েছে। 

এসময় নওগাঁ ব্ল্যাড সার্কেলের উপদেষ্টাদের মধ্যে অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, ডা: আব্দুল মতিন, অ্যাডভোকেট আব্দুল মুয়ীদ, সাঈদ জোবায়েদ অনিক, আরমান হোসেন রুমনসহ স্থায়ী পর্যবেক্ষক কমিটির সদস্য মুহাম্মদ ফরহাদ আলম উপস্থিত ছিলেন। 

নওগাঁ ব্ল্যাড সার্কেলের নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান বলেন, ২০১৭ সাল থেকে নওগাঁয় রক্তদান সচেতনতা ও তারুণ্যের ইতিবাচক বিকাশে কাজ করছে নওগাঁ ব্ল্যাড সার্কেল৷ এপর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি রোগীকে আমাদের সদস্যরা রক্তদান করেছেন। রক্তদান সচেতনতা ছাড়াও আমরা পথশিশুদের জীবনমান উন্নয়ন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চিকিৎসা সেবা, মাদক বিরোধী ক্যাম্পেইন, দূর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। বিত্তবানরা সহযোগীতার হাত বাড়িয়ে দিলে এ কার্যক্রম আরো বড় পরিসরে করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com