আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

Logo
News Headline :
পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত বদলগাছীতে আওয়ামীলীগ নেতা সহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার হাসপাতালের শৌচাগারে নবজাতক ফেলে পালালেন প্রসূতি  বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে দিনে দুপুরে দরজা ভেঙে ঠিকাদারের বাসায় চুরি পবিপ্রবিতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা; শিক্ষার্থীদের ক্ষোভ খুবিতে আবেদন লক্ষাধিক, আসন প্রতি লড়বে ৯৭ জন। সমঅধিকার আদায়ে বদলগাছীতে মানববন্ধন। লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির  সাধারণ সভা অনুষ্ঠিত”
খুবিতে আবেদন লক্ষাধিক, আসন প্রতি লড়বে ৯৭ জন।

খুবিতে আবেদন লক্ষাধিক, আসন প্রতি লড়বে ৯৭ জন।

খুবি প্রতিনিধি: 

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। যা অতীত ইতিহাসের তুলনায় রেকর্ডসংখ্যক। এ হিসেবে প্রতিটি আসনে লড়বেন ৯৭ জন ভর্তিচ্ছু।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ৪১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ২১ হাজার ৫৫০ জন শিক্ষার্থী ঢাকা, ১১ হাজার ১৫৬ জন শিক্ষার্থী খুলনা এবং ৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 

‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীব বিজ্ঞান স্কুলে আবেদন করেছেন ২৭ হাজার ৯১৯ জন। এর মধ্যে ১৩ হাজার ৬৮৪ জন জন ঢাকা, ৭ হাজার ৮৪৬ জন খুলনা এবং ৬ হাজার ৩৮৯ জন রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুলে আবেদন করেছেন ৩৪ হাজার ৪৩৯ জন। এর মধ্যে ১২ হাজার ১০৪ জন ঢাকা, ১৪ হাজার ৪৮০ জন খুলনা এবং ৭ হাজার ৮৫৫ জন রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 

‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে আবেদন করেছেন ৪ হাজার ১৪৮ জন। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। 

প্রথমবারের মতো এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাধিক বিভাগে। খুলনার পাশাপাশি এবার কেন্দ্র হবে ঢাকা ও রাজশাহী বিভাগে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com