আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

Logo
কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ৭৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ৭৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ৭৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাকুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাউদ্দিন মুর্শেদ নিজামী (বাবুল), সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন (রতন) ও উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েতুল্লাহ খাঁন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম আলী, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, জাসাস এর উপজেলা সদস্য সচিব পল্লী চিকিৎসক মো. সোহেল রানা, সংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. সবুজ মিয়া সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, বিশেষ ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো ও নৃত্য পরিবেশন।
খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক রিপন চন্দ্র বর্মন ও ইসরাত জাহান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক পীযুষ কান্তি ঘোষ, আব্দুস ছালেক ও কাউসারুজ্জামান।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com