আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত লম্বা ছুটি আরও লম্বা হলো। টানা ৫ দিনের ছুটি আগে থেকেই ঘোষণা করেছিল সরকার, এখন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩রা এপ্রিলও ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার ২৮শে মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১শে মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে কাগজপত্রে ২৯শে মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮শে মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবেকদরেরও ছুটি। এদিকে ২৯শে মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি। অর্থাৎ ২৯, ৩০, ৩১শে মার্চ এবং ১লা ও ২রা এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দু’দিন এবং পরের দু’দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩রা এপ্রিল বৃহস্পতিবার। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩রা এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮শে মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অবশ্য এই ছুটি শুরুর দুইদিন আগে আছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার ২৭শে মার্চ একদিন অফিস খোলা থাকবে।