আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

Logo
আরসিসিআই ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

আরসিসিআই ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(আরসিসিআই) “সম্মেলন কক্ষে” ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা সাড়ে এগারো টায় প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আরসিসিআর সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম, সম্মানিত সদস্য (মূসকনীতি) ড. মোঃ আবদুর রউফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কর- আপিল অঞ্চল রাজশাহীর কর কমিশনার (আপিল) মোহাম্মদ মাহমুদুজ্জামান, কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার মোঃ আবু সাইদ সোহেল, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী শাখার সম্মানিত কমিশনার মোঃ আবদুল হাকিম, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ প্রমূখ।প্রধান অতিথির বক্তব্য এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। আমাদের ট্যাক্স বেইজ বড় করতে হবে। আমাদের এক কোটি ১২ লাখ টিআইএনধারী আছে। রিটার্ন দেয় ৪০ লাখ। তার মধ্যে ২৫, ২৬ লাখই ট্যাক্স দেয় না বা মিনিমাম ট্যাক্স দেয়। বাকি যারা আছে তাদের আমরা চেজ করতে পারছি না। এখন এটাকে নিয়ে নোটিশ করা হচ্ছে। আমাদের বড় বাধা হচ্ছে যে বিশ্বের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না। এটা কিন্তু সত্য কথা। আমরা ৫২, ৫৩ বছর ধরে ঋণ নিয়ে নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। এই অবস্থা থেকে উত্তরণে বেশি ভ্যাট, ট্যাক্স আদায়ে অভিযান চালানো হবে।’এবারের বাজেটে আপনাদের লাইফ যাতে একটু ইজি করা যায়, সেজন্য আমাদের ব্যাপক চেষ্টা থাকবে। আমাদের লোকজন যারা কাজ করে, এরা কিন্তু মাঠে খুব চোষে বেড়াবে। এরসঙ্গে আপনাদের সবাইকে কিন্তু লাগবে। আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের মানুষ আরও বেটার লাইফ ডিজার্ভ করে। আমাদের সেই ক্যাপাবিলিটি আছে।’রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় বাড়ছে না জানিয়ে আবদুর রহমান বলেন, ‘ফলে অর্থের সংকট সৃষ্টি হচ্ছে। ১৯৯১ সালের ভ্যাট আইন পরিবর্তন করার ফলে এই সমস্যা আরও তীব্র হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে অটোমেটেড করার ওপরেও জোর দেওয়া হচ্ছে। করপোরেট ট্যাক্স আদায়ও অনলাইনে করা হচ্ছে। ট্যাক্স দেওয়া সহজ করে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।’এরআগে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে প্রাক-বাজেট আলোচনা সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও শিল্পমালিকরা বক্তব্য রাখেন। এসময় তারা স্থানীয় পর্যায়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।শামসুল ইসলামরাজশাহী০১৭১১৩৯৫২৩৯

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com