আজ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী “একুশে বইমেলা-২০২৫”
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমডোর মুহাম্মদ শরিফুল ইসলাম, বিএসপি, বিপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, স্টেশন কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন, শমশেরনগর এবং সভাপতি হিসেবে সার্বিক পরিচালনা করেন, কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভাষা আন্দোলনের শহীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি জ্ঞান ও সংস্কৃতির এই মহতী আয়োজন “একুশে বইমেলা-২০২৫” এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বই পড়া পড়ার অভ্যাস গড়তে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “বই হলো জ্ঞানের ভান্ডার, সভ্যতার বাতিঘর। জাতির উন্নতি প্রগতির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে জ্ঞান অর্জন, আর বই আমাদের সেই পথ চলায় গুরুত্বপূর্ণ সঙ্গী।” তিনি নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলার এই মহতী উদ্যোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগরের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরিশেষে বই পড়ে জ্ঞান অর্জন করে একটি সুশিক্ষিত ও আলোকিত সমাজ গড়ার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীসহ মেলায় আগত অগণিত উৎসুক জনসাধারণ।