আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

Logo
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, ৫ আগস্টেই আওয়ামী লীগের কবর হয়েছে। কবর থেকে যেমন কেউ ফেরে না তেমনি আওয়ামী লীগও ফিরতে পারে না।

শিক্ষার্থীরা বলেন, রক্তের দাগ এখনও শুকাইনি। অথচ ফ্যাসিস্টদের ফেরানোর ষড়যন্ত্র চলছে। ছাত্রজনতার শরীরে একফোঁটা রক্তবিন্দু থাকতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম চলবে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদেরও পরিণতি ফ্যাসিস্টদের মতো করা হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com