আজ বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দাখিল পরীক্ষার্থীর খাতায় লিখে দিয়ে শাস্তি পেলেন কক্ষ পরিদর্শক ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ মান্নার মৃত্যু মানে চলচ্চিত্রের অর্ধেক মৃত্যু হয়ে গেছে : মিশা সওদাগর ঢাকায় আসছেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ বার্সার সামনে ইতিহাস, রিয়ালের সামনে প্রতিশোধ: এল ক্লাসিকো আসছে! আগামী মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল আজ নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী
দাখিল পরীক্ষার্থীর খাতায় লিখে দিয়ে শাস্তি পেলেন কক্ষ পরিদর্শক

দাখিল পরীক্ষার্থীর খাতায় লিখে দিয়ে শাস্তি পেলেন কক্ষ পরিদর্শক

নিজেস্ব প্রতিবেদক

ভোলার চরফ্যাশনে দাখিল পরীক্ষার কক্ষে শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়ার অভিযোগে মাওলানা হাবিবুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ওই শিক্ষককে পরীক্ষার দ্বায়িত্ব থেকে অব্যাহতি ও প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা সারমিন মিথী এ দণ্ডাদেশ প্রদান করেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা ৮ নম্বর কক্ষে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। এদিন চর আইচা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে মো. শাহীন নামের একজন এসএসসি পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, দণ্ডিত ওই শিক্ষক আসলামপুর কালিয়া কান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার পদে কর্মরত আছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ৮নং কক্ষের দাখিল আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন। কক্ষে আসলামপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার সময় চরফ্যাশন সরকারি কলেজের অধ্যাপক ইকবাল হোসেন হাতে নাতে আটক করেন ওই অভিযুক্তকে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষককে অর্থদণ্ডে দণ্ডিত করেন এবং পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতিসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

কেন্দ্র সচিব মাওলানা মো. নুরুল আমিন জানান, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমার কেন্দ্রে ১৪টি পরীক্ষাকক্ষে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহন নিশ্চিত করা হয়েছে।তারপরও ভুল বুঝাবুঝি থেকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা সারমিন মিথী জানান, পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়ার অভিযোগে তাতে অর্থদন্ডিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com