আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
দ্বিতীয় দিন ভারতের ইনিংসের সমাপ্তি টানতে বেশি সময় নিল না বাংলাদেশ। এক ঘণ্টার কিছু বেশি সময় ও ১১.২ ওভারে বাকি থাকা ৪ উইকেট নিয়ে নিল সফরকারীরা। আগের দিনের স্কোরের সঙ্গে ৩৭ রান যোগ করে গুটিয়ে গেল ভারত।
রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি, রবীন্দ্র জাদেজা ও ইয়াশাসবি জয়সওয়ালের ফিফটিতে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৯১.২ ওভারে ৩৭৬ রান।
আগের দিন কিছুটা এলোমেলো বোলিং করা তাসকিন আহমেদ দ্বিতীয় দিন সকালে দ্বিতীয় নতুন বলে গুছিয়ে নেন দারুণভাবে। জাদেজাকে ফিরিয়ে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি ভাঙার পর আকাশ দিপ ও অশ্বিনের উইকেট নেন অভিজ্ঞ পেসার।
পরে জাসপ্রিত বুমরাহকে আউট করে ৪ ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ।
ভারত ১ম ইনিংস: ৯১.২ ওভারে ৩৭৬ (আগের দিন ৩৩৯/৬) (জাদেজা ৮৬, অশ্বিন ১১৩, আকাস ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*; তাসকিন ২১-৪-৫৫-৩, হাসান ২২.২-৪-৮৩-৫, নাহিদ ১৮-২-৮২-১, মিরাজ ২১-২-৭৭-১, সাকিব ৮-০-৫০-০, মুমিনুল ১-০-৪-০)