আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

Logo
হেলসের সেঞ্চুরিতে রংপুরের টানা চতুর্থ জয়

হেলসের সেঞ্চুরিতে রংপুরের টানা চতুর্থ জয়

খেলা ডেস্ক :-

অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে ভর করে সিলেট সিক্সার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ নিয়ে চলমান বিপিএলে টানা চতুর্থ জয় তুলে নিলো রংপুর। অন্যদিকে, দুই ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি সিলেট।

সোমবার সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার আজিুল হাকিমের (০) উইকেট হারায় রংপুর। তাকে ফেরান তানজিম হাসান সাকিব।

তিনে নেমে সাইফ হাসান কিছুটা আগ্রাসী মেজাজে খেললেও শুরুতে দেখে শুনে খেলছিলেন হেলস। তবে, সময় বাড়তে থাকলে ব্যাট হাতে আগ্রাসী হতে থাকেন এই ইংলিশ ম্যান।

তৃতীয় উইকেটে ১০১ বলে ১৮৬ রানের জুটি গড়েন সাইফ ও হেলস। তাতেই জয়ের পথটা সহজ হয়ে যায় রংপুরের।

দল যখন জয়ের দ্বারপ্রান্তে ঠিক তখন ১৮তম ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন সাইফ। যাওয়ার আগে ৪৯ বলে ৮০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি ছয় ও তিনটি চারের মারে।

এদিকে, পরের ওভারেই স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন হেলস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে যা তৃতীয় সেঞ্চুরি। আসরের বাকি দুই সেঞ্চুরি এসেছে ঢাকা ক্যাপিটাল্সের অধিনায়ক থিসারা পেরেরা ও চিটাগং কিংসের পাকিস্তানি ওপেনার উসমান খানের ব্যাট থেকে। 

শুধু তাই নয়, এ দিন দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ব্যক্তিগত ইনিংসে ৫৬ বলে সাত ছয় ও ১০টি চারে ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর চারে নেমে এক ছয়ে ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ।

এর আগে, ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তোলেন সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান আসে রনি তালুকদারের ব্যাট থেকে। তাছাড়া, জাকির হাসান করেন ৫০ রান। জবাবে ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। 

চলমান আসরে চার ম্যাচের চারটিতেই জিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর। আর দুই ম্যাচেই হেরে শূন্য পয়েন্ট নিয়ে তলানির ছয় নম্বরে অবস্থান সিলেটের।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com