আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
জয় দিয়ে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে শুরু করেছে পাকিস্তান। বোলিং নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়েছে ফাতিমা সানার দল।
শারজায় দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ১১৬ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে নেমে ৯ উইকেটে ৮৫ রানে থামে শ্রীলঙ্কা।
পাকিস্তানের সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক ফাতিমা সানার ব্যাট থেকে। তিন চার ও এক ছক্কায় ২০ বলে ৩০ রান করেন। নিদা দার ২২ বলে ২৩ এবং ওমাইমা সোহাইল ১৯ বলে ১৮ রান করেন।
লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নেন চামারি আথাপাত্তু, সুগান্ধিকা কুমারী ও উদেশিকা প্রবোধনী। কাভিশা দিলহারি একটি উইকেট নেন।
জবাবে নেমে পাকিস্তান বোলারদের সামনে ব্যর্থ হয়েছেন লঙ্কান ব্যাটাররা। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল দুজন। ওপেনার ভিশ্মী গুনারত্নে ৩৪ বলে ২০ রান এবং ছয়ে নামা নিলাক্ষিকা সিলভা ২৫ বলে ২২ রান করেন।
পাকিস্তান বোলারদের হয়ে সাদিয়া ইকবাল তিনটি উইকেট নেন। নাসরা সান্ধু, ওমাইমা সোহাইল ও ফাতিমা সানা দুটি করে উইকেট নেন।