আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :-
সবকিছু বলা যায় একরকম নিশ্চিতই ছিল। এসে গেল আনুষ্ঠানিক ঘোষণাও। অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দিলেন অভিজ্ঞ গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি।
৩৪ বছর বয়সী পোল্যান্ডের এই গোলরক্ষককে চলতি মৌসুমের জন্য চুক্তিভুক্ত করার বিষয়টি বুধবার জানিয়েছে কাতালান ক্লাবটি।
টানা জয়ে চলতি মৌসুমে শুরুটা দারুণ হয় বার্সেলোনার। সবকিছু ঠিকঠাকই চলছিল। এর মাঝেই গত সপ্তাহে লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
পরে জানা যায়, লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। জার্মান গোলরক্ষকের গোটা মৌসুমই শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এরপরই দলটিতে টের স্টেগেনের শূন্যতা পূরণের চেষ্টায় মাঠে নামে বার্সেলোনা।
নিয়ম অনুযায়ী, ফ্রি এজেন্ট কাউকেই নিতে হতো তাদের। ক্লাবটির প্রয়োজনে এগিয়ে এলেন স্ট্যান্সনি, গত মাসেই যিনি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।
টের স্টেগেন ছিটকে পড়ার পর তার শূন্যতা পূরণে বার্সেলোনার হাতে সেরা বিকল্প ছিল ইনিয়াকি পেনিয়া। এখন একাদশে জায়গা পেতে তার সঙ্গে লড়তে হবে আর্সেনাল ও ইউভেন্তুসের সাবেক গোলরক্ষক স্ট্যান্সনির।
ইউভেন্তুসে তিনটি করে সেরি আ ও ইতালিয়ান কাপ জিতেছেন স্ট্যান্সনি। এর আগে আর্সেনালের হয়েও তার আছে শিরোপা জয়ের অভিজ্ঞতা।