আজ বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
লা লিগার উত্তেজনা চূড়ায়। আর ঠিক এমন এক সময়ে সামনে এলো সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ—এল ক্লাসিকো। আগামী ১১ মে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে মৌসুমের অন্যতম নির্ধারক এই লড়াই।
বর্তমানে লিগে শীর্ষে রয়েছে বার্সেলোনা, রিয়ালের থেকে চার পয়েন্ট এগিয়ে। দু’দলেরই লিগে বাকি আর মাত্র সাতটি করে ম্যাচ। ফলে একটিমাত্র হোঁচটই হয়ে উঠতে পারে শিরোপা ভাগ্য নির্ধারণের কারণ, আর এল ক্লাসিকোর মতো ম্যাচে তো প্রত্যাশা বরাবরই আকাশছোঁয়া।
গত শনিবার লেগানেসকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। অন্যদিকে রিয়ালও পিছিয়ে নেই—আলাভেসকে একই ব্যবধানে হারিয়ে দাপট দেখিয়েছে তারা।
তালিকার তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পিছিয়ে পড়া কার্যত বার্সা-রিয়ালের মধ্যেই শিরোপার দৌড়কে সীমাবদ্ধ করে দিয়েছে। তারা এখন বার্সার থেকে ১০ পয়েন্ট দূরে, আর শেষ চার ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি।
তবে এল ক্লাসিকো তো শুধু পয়েন্টের খেলা নয়, এটা সম্মানের লড়াই। এই মে মাসের ম্যাচটি হতে যাচ্ছে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুই দলের দ্বিতীয় মুখোমুখি লড়াই। এর আগে ২৭ এপ্রিল সেভিয়ায় কোপা দেল রে ফাইনালেও দেখা হবে বার্সা-রিয়ালের।
এ মৌসুমে ইতোমধ্যে দুইবার রিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। একবার বার্ণাব্যুয়ে লিগ ম্যাচে ৪-০ গোলের জয়, আরেকবার সৌদি আরবে সুপারকাপ ফাইনালে ৫-২ ব্যবধানে দারুণ সাফল্য। হেড-টু-হেডের দিক থেকেও এগিয়ে থাকায়, মৌসুম শেষে পয়েন্ট সমান হলেও সুবিধা বার্সার।
চ্যাম্পিয়ন্স লিগেও চলছে তাদের সমান্তরাল যুদ্ধ। রিয়াল মাদ্রিদ প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে, তবে বার্ণাব্যুয়ে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। অন্যদিকে, ডর্টমুন্ডের মাঠে ৪-০ গোলের বিশাল জয় নিয়ে সেমিফাইনালের একদম দোরগোড়ায় বার্সা।
সবমিলিয়ে, লা লিগার শিরোপা লড়াইয়ের মোড় ঘোরাতে পারে ১১ মে’র এল ক্লাসিকো। সেটা শুধু একটি ম্যাচ নয়, হয়ে উঠতে পারে পুরো মৌসুমের নিয়তি নির্ধারক।