আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

Logo
News Headline :
মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার” ২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবতে পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!
বাবরের নেতৃত্ব হারানোর গুঞ্জন

বাবরের নেতৃত্ব হারানোর গুঞ্জন

খেলা ডেস্ক :—পাকিস্তান ক্রিকেটের ‘সার্কাস’ যেন কখনোই থামার নয়। সাম্প্রতিক সময়ে বেশি ‘সার্কাস’ হচ্ছে নেতৃত্ব নিয়ে। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বাবর আজম। পরে আবার তাঁকে সাদা বলে নেতৃত্বে ফিরিয়ে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন আবার বাবরকে তাঁর সাম্প্রতিক বাজে ফর্মের কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তাঁর জায়গায় মোহাম্মদ রিজওয়ান সাদা বলে পাকিস্তানের অধিনায়ক হতে পারেন বলেও দেশটির সংবাদমাধ্যমের খবর।

বিষয়টি নিয়ে পাকিস্তানের সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন পিসিবির প্রধান মহসিন নাকভিকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উন্নয়ন কাজ কতটা এগিয়েছে, সেটা দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিসিবিপ্রধান। সেখানেই নাকভিকে বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়। নাকভি যা বলেছেন, তার সারমর্ম এ রকম—দল গঠন বা অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। এ বিষয়ে কোনো দায় নিতেও রাজি নেই নাকভি।সাংবাদিকদের নাকভি বলেন, ‘আমি বিষয়টি তাদের (কোচ ও নির্বাচক) ওপর ছেড়ে দিয়েছি। ২২ সেপ্টেম্বর একটি কর্মশালা আছে। সেখানে নিজেদের মতামত দেওয়ার জন্য সবাই আমন্ত্রিত। এর পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

নাকভি এরপর নিজের দায়মুক্তির বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, ‘আমি জানি যে কোনো ভুল হলে আমাকেই দায় দেওয়া হবে। দল যদি ভালো না খেলে, নির্বাচকেরা যদি দল নির্বাচনে ভুল করে অথবা কোচ যদি হেরে যায়; এসবের দায় আমার ওপরই পড়বে।’

গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার চলায় ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় হতে পারে বলে আলোচনা শোনা যাচ্ছে। এ বিষয়ে নাকভি বলেছেন, ‘কোনো টেস্টই (দেশের) বাইরে হবে না। মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যু হিসেবে চূড়ান্ত। ইংল্যান্ডের বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কোনো সমস্যা নেই।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com