আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

Logo
বাংলাদেশের টি-২০ দল ঘোষণা,ফিরলেন মিরাজ

বাংলাদেশের টি-২০ দল ঘোষণা,ফিরলেন মিরাজ

খেলা ডেস্ক :-

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ এখনও চলমান। কানপুরে চলছে সিরিজের শেষ টেস্ট। যদিও বৃষ্টিতে খেলা হয়নি গত দুঈদিন। এরই মধ্যে রবিবার (২৯ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরা আছেন যথারীতি। দলে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আছেন পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। সঙ্গে আছেন তাসকিন-সাকিব-মুস্তাফিজরা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। 

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com