আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশের হারের প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। দুই ধাপ পিছিয়ে এখন ১৮৬ নম্বরে আছে হাভিয়ের কাবরেরার দল।
এই মাসের শুরুতে ভুটান সফরে প্রথম ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারায় বাংলাদেশ। দুই দিন পর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে যায় লাল-সবুজের জার্সিধারীরা।
র্যাঙ্কিংয়ের অবস্থানে অবনতি হলেও ০.০৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।
আর ১২.৪৬ পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি।
এই মাসে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা আঞ্চলের বাছাইয়ে চিলিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারে লিওনেল স্কালোনির দল।