আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
চেন্নাইয়ে প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন যশ্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে নেমে বড় ইনিংসের আভাস দিয়েছিলেন। ভারত ওপেনারের ছুটে চলার পথে বাধা হয়ে দাঁড়ালেন নাহিদ রানা। ব্যাটারদের ব্যর্থতার পর বোলিংয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন তরুণ পেসার। সাজঘরে পাঠিয়েছেন জয়সওয়ালকে।
সপ্তম ওভারের চতুর্থ বলে ফুলার লেন্থে ডেলিভারি করেন নাহিদ। অফস্টাম্পের বাইরের বলটি খেলতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে প্রথম সাফল্যের দেখা পান নাহিদ। ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ২ চারে ১৭ বলে ১০ রান করে যান জয়সওয়াল।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেটে ৩৩ রান তুলেছে ভারত। শুভমন গিল ১০ রানে ও বিরাট কোহলি ৪ রানে ক্রিজে আছেন।